সরকারি খামার বন্ধের দাবিতে বিজেপির বিক্ষোভ
- আমাদের মালদা ডিজিট্যাল

- Sep 19
- 1 min read
মালদা শহরের গ্রীণপার্ক সংলগ্ন সরকারি মুরগি ফার্মকে অবিলম্বে বন্ধের দাবিতে আন্দোলনে নামল বিজেপি। ইতিমধ্যে ওই ফার্ম নিয়ে সরকারি আধিকারিকদের দ্বারস্থ হয়েছেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক। শুক্রবার ওই ফার্ম বন্ধের দাবিতে গৌড় রোড এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলেন গেরুয়া শিবিরের নেতাকর্মীরা।
ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ি বলেন, ইংরেজবাজার পুরসভার ২ নম্বর ওয়ার্ডের গ্রীণপার্ক এলাকায় অবৈধভাবে একটি মুরগির খামার তৈরি হয়েছে। সেই খামার থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ বেরোচ্ছে। দুর্গন্ধে মানুষ অতিষ্ট হয়ে উঠেছেন। মুরগির পালক সহ নানা জীবানু বাতাসে ঘুরে বেড়াচ্ছে। তাতে মানুষ অসুস্থ হচ্ছেন। সেই কারণে শহরের মধ্যে জনবহুল এলাকায় এধরণের মুরগির খামার রাখা যাবে না। অবিলম্বে এই খামার বন্ধ করতে হবে। প্রশাসনিকভাবে এই খামার বন্ধ করতে কোনও উদ্যোগ না নেওয়া হলে আগামী দিনে বিজেপি আরও বড়ো আন্দোলনে নামবে।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments