top of page

দলীয় প্রার্থীর প্রচারে শিলিগুড়ির বিজেপি বিধায়ক

আর মাত্র কয়েকঘণ্টা প্রচারের সময়। এই মুহূর্তে নিজের এলাকার জোর কদমে প্রচার চালাতে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলগুলি। আজ মালদা জেলাপরিষদের ২৫ নম্বর আসনের বিজেপি প্রার্থী অভিষেক মিশ্রর সমর্থনে প্রচার চালাতে মালদায় আসেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। জেলাপরিষদের প্রার্থী ছাড়াও পঞ্চায়েত সমিতি ও গ্রামপঞ্চায়েতের প্রার্থীদের নিয়েও প্রার্থীদের নিয়েও রতুয়ার কাহালা এলাকায় প্রচার চালান শঙ্করবাবু।


প্রচারে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সংবাদচিত্র।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শঙ্করবাবু জানান, আজ জেলাপরিষদের ২৫ নম্বর আসনের প্রার্থী অভিষেক মিশ্রর পাশাপাশি পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের হয়ে প্রচার করলাম। বিভিন্ন এলাকায় প্রচারে গিয়ে মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। বিজেপির একটাই লক্ষ্য রাজ্য জুড়ে দুর্নীতি মুক্ত পঞ্চায়েত গড়া। তৃণমূল রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছে। সংখ্যালঘু মানুষদের সেই ব্যবসায় ব্যবহার করছে। মানুষ সব বুঝতে পারছে। সাধারণ মানুষ বিজেপিকে ভোট দিয়ে জয়ী করে তৃণমূলকে উচিত শিক্ষা দেবে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page