top of page

থানার গেটে বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার

ভোট-পরবর্তী হিংসার প্রতিবাদ জানিয়ে থানা ঘেরাও বিজেপি মহিলা মোর্চার। আজ দুপুরে গোটা রাজ্যের পাশাপাশি মালদাতেও ইংরেজবাজার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান মহিলা মোর্চার কর্মীরা। এদিন মহিলা মোর্চার কর্মীরা ইংরেজবাজার থানার মূল গেটের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন।



রাজ্য মহিলা মোর্চার সহ সভাপতি মৌসুমি মিত্র জানান, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে গোটা রাজ্য জুড়ে হিংসা বেড়ে চলেছে। চারিদিকে আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীরা। রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই। অথচ এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। এরই প্রতিবাদে গোটা রাজ্যের পাশাপাশি মালদায় ইংরেজবাজার থানা ঘেরাও কর্মসূচি চলছে।


[ আরও খবরঃ ধৃত চিনা নাগরিককে আদালতে তুলল এসটিএফ ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Tags:

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page