নারী নির্যাতনের প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চার পথ অবরোধ
top of page

নারী নির্যাতনের প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চার পথ অবরোধ

চোপড়ায় কিশোরীকে ধর্ষণ করে খুনের প্রতিবাদ এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে মালদা শহরে পথে নামল বিজেপির মহিলা মোর্চা৷ আজ সংগঠনের পক্ষ থেকে দলের জেলা দপ্তর থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়৷ শহর ঘুরে মিছিল রথবাড়ি মোড়ে এসে পৌঁছোলে সেখানে কিছুক্ষণের জন্য ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভে অংশ নেওয়া বিজেপির নেতা-কর্মীরা৷ ছিলেন সাংসদ খগেন মুর্মু ও দলের জেলা সভাপতি গোবিন্দ মণ্ডলও৷ বিজেপির এই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তারও যথেষ্ট ব্যবস্থা করা হয়েছিল৷



সাংসদ খগেন মুর্মু বলেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা৷ অথচ পশ্চিমবঙ্গে নারীদের কোনও সুরক্ষা নেই৷ এখানে নারীদের হাত-পা বেঁধে ধর্ষণ করা হচ্ছে৷ শুধু তাই নয়, ধর্ষণ করার পর নারীদের খুন করতেও দ্বিধা করছে না ধর্ষকরা৷ তারই প্রতিবাদে দলের মহিলা মোর্চার নেতৃত্বে আজ শহরে প্রতিবাদ মিছিল করা হয়েছে৷ আমরা কিছুক্ষণের জন্য পথ অবরোধ করেছি৷ রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রীর কাছে আমাদের দাবি, ধর্ষকদের বিরুদ্ধে তাঁকে কঠোর ব্যবস্থা নিতে হবে৷ চোপড়া কিংবা হাড়োয়ার গোপালপুরে যে নৃশংস ঘটনা ঘটেছে, তার উপযুক্ত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে৷



বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page