ছিনতাই সহ একাধিক অভিযোগের ভিত্তিতে বিজেপি’র সংখ্যালঘু যুব মোর্চার সভাপতি আবদুল কায়য়ুমকে ওরফে টুটুলকে গ্রেফতার করল চাঁচল থানার পুলিশ। যদিও যুব মোর্চার সভাপতিকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ চাঁচলের বিজেপি নেতৃত্বের। এই ঘটনায় চাঁচলের রাজনৈতিক মহলে পারদ চড়তে শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার মাধবপুর সেতুতে চাঁচল ১ ব্লকের ভগবানপুর জিপির নয়নপুর গ্রামের এক কাঁচামালের ব্যবসায়ীকে প্রাণে মারার চেষ্টা করে আবদুল বলে অভিযোগ। ব্যবসায়ীর সঙ্গে থাকা নগদ ৪০ হাজার টাকা মুখ ঢেকে ছিনতাই করা হয় বলেও অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে ৩৪১, ৩৭৯ ও ৫০৬ ধারায় মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আজ আবদুল চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
প্রশান্ত পাল, চাঁচল ১ ব্লক বিজেপি’র মণ্ডল সভাপতি
“যুব মোর্চার সভাপতিকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তাঁর দাবি, শাসকদলের পরিচালিত ভগবানপুর গ্রামপঞ্চায়েত দুর্নীতিমুক্ত করতে তৎপর রয়েছে নবাগত সংখ্যালঘু মণ্ডল সভাপতি টুটুল। দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ায় মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাঁকে”

মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন