টোটো’র দাবিদাওয়া নিয়ে মিছিল শহরে
- Feb 10, 2020
- 1 min read
Updated: Feb 26, 2020
টোটো নিয়ে এবার আন্দোলনে বিজেপি। সোমবার বিজেপি পরিচালিত টোটো ইউনিয়নের সদস্যরা মালদা শহরে একটি বিক্ষোভ মিছিল করে। এই মিছিলের নেতৃত্বে দেন বিজেপি’র রাজ্য সম্পাদক শঙ্কর মণ্ডল। উপস্থিত ছিলেন বিজেপি’র জেলাসভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল সহ মালদা শহরের টোটো (#Toto) চালকরা। মিছিল শেষে সংগঠনের পক্ষ থেকে জেলাশাসক ও আরটিওকে ১২ দফা দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি’র রাজ্য সম্পাদক শঙ্কর মণ্ডল শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।
Comentarios