টোটো নিয়ে এবার আন্দোলনে বিজেপি। সোমবার বিজেপি পরিচালিত টোটো ইউনিয়নের সদস্যরা মালদা শহরে একটি বিক্ষোভ মিছিল করে। এই মিছিলের নেতৃত্বে দেন বিজেপি’র রাজ্য সম্পাদক শঙ্কর মণ্ডল। উপস্থিত ছিলেন বিজেপি’র জেলাসভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল সহ মালদা শহরের টোটো (#Toto) চালকরা। মিছিল শেষে সংগঠনের পক্ষ থেকে জেলাশাসক ও আরটিওকে ১২ দফা দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি’র রাজ্য সম্পাদক শঙ্কর মণ্ডল শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।
top of page
আরও পড়ুন
পঞ্চায়েত ভোটঃ LIVE UPDATE
সকাল হতেই বোমাবাজি শুরু চাঁচলে৷ অভিযোগের তির শাসকদলের দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ৷ আজ ভোট শুরু হওয়ার এক ঘণ্টা...
চাষিদের উৎসাহ বাড়াতে স্কুলেই পদ্ম চাষ
ভারতের জাতীয় ফুল পদ্ম। এক সময় মালদা জেলাতে বিভিন্ন প্রজাতির পদ্ম চাষ হত। তবে সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে বসেছে পদ্ম চাষ। দুর্গা পুজোয়...
'টোটো অ্যাম্বুলেন্স' পরিসেবা নিয়ে শহরে যুবক
অ্যাম্বুলেন্স পরিসেবা নিয়ে নানা সময় নানা অভিযোগ উঠে এসেছে। কখনও অতিরিক্ত ভাড়া, আবার কখনও সময়মত অ্যাম্বুলেন্স না পাওয়া। এসমস্ত অভিযোগ...
bottom of page
Comments