দিদি-ভাইপোর সরকার আর চলবে না, কৃষক সম্মেলনে মন্তব্য মন্ত্রীর
মানুষ মন থেকে তৃণমূল সরকারকে ছুঁড়ে ফেলে দিয়েছে। দিদি-ভাইপোর সরকার আর চলবে না। বিজেপি ক্ষমতায় আসলে মানুষের সরকার হবে। সকলে অধিকার পাবে। রাজ্যের কৃষকরা কেন্দ্রীয় সরকারের পাশে আছে। মানিকচকের হিরানন্দপুরের কৃষক সম্মেলন থেকে মন্তব্য কেন্দ্রীয় জাহাজ বন্দর ও জলপথ মন্ত্রীর।
শনিবার মানিকচকের হিরানন্দপুরে কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয় বিজেপির। উপস্থিত ছিলেন কেন্দ্র সরকারের জাহাজ বন্দর ও জলপথ মন্ত্রী মনসুক মান্ডব্য, বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল, রাজ্য বিজেপির কিষাণ মোর্চার সহ-সভানেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরি সহ বিজেপির নেতা কর্মীরা। সভামঞ্চ থেকে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুক মান্ডব্য।
[ আরও পড়ুনঃ নির্যাতিতা কিশোরীর পড়াশোনার দায়িত্ব নিলেন শ্রীরূপা ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments