top of page

দিদি-ভাইপোর সরকার আর চলবে না, কৃষক সম্মেলনে মন্তব্য মন্ত্রীর

মানুষ মন থেকে তৃণমূল সরকারকে ছুঁড়ে ফেলে দিয়েছে। দিদি-ভাইপোর সরকার আর চলবে না। বিজেপি ক্ষমতায় আসলে মানুষের সরকার হবে। সকলে অধিকার পাবে। রাজ্যের কৃষকরা কেন্দ্রীয় সরকারের পাশে আছে। মানিকচকের হিরানন্দপুরের কৃষক সম্মেলন থেকে মন্তব্য কেন্দ্রীয় জাহাজ বন্দর ও জলপথ মন্ত্রীর।



শনিবার মানিকচকের হিরানন্দপুরে কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয় বিজেপির। উপস্থিত ছিলেন কেন্দ্র সরকারের জাহাজ বন্দর ও জলপথ মন্ত্রী মনসুক মান্ডব্য, বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল, রাজ্য বিজেপির কিষাণ মোর্চার সহ-সভানেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরি সহ বিজেপির নেতা কর্মীরা। সভামঞ্চ থেকে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুক মান্ডব্য।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page