top of page

কুপ্রস্তাবের অভিযোগে সাসপেন্ড সুপারভাইজারকে পুনর্নিয়োগ, বিক্ষোভ

জবকার্ড পাইয়ে দেওয়ার নামে মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে সাসপেন্ড করা হয়েছিল অভিযুক্ত সুপারভাইজারকে। সেই সুপারভাইজারকে পুনরায় কাজে নিয়োগ করার প্রতিবাদে গ্রামপঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ বিজেপির।


আজ দুপুরে বিজেপির পক্ষ থেকে যদুপুর-২ গ্রামপঞ্চায়েত দফতরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির কর্মী-সমর্থকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, জব কার্ড বানিয়ে দেওয়ার নামে স্থানীয় এক মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছিল গ্রামপঞ্চায়েতের সুপারভাইজারের বিরুদ্ধে৷ বিষয়টি জানানো হয় বিডিওকে৷ অভিযোগের ভিত্তিতে ওই সুপারভাইজারকে সাময়িক বরখাস্ত করেন বিডিও৷ কিন্তু এত কিছুর পরেও কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে সম্প্রতি ওই সুপারভাইজারকে ফের কাজে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ৷



ঘটনার খবর পেয়ে পঞ্চায়েত দফতরে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ। পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলার পরে বিক্ষোভ তুলে নেওয়া হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page