দলীয় কর্মীকে খুনের অভিযোগে ফাঁড়ি ঘেরাও বিজেপির
top of page

দলীয় কর্মীকে খুনের অভিযোগে ফাঁড়ি ঘেরাও বিজেপির

বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ছেলে ও পুত্রবধূকে গ্রেফতার করে আদালতে পেশ করল বামনগোলা থানার পুলিশ। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির।


উল্লেখ্য, গতকাল সকালে বিজেপি কর্মীর বুরান মুর্মুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ছেলে ও পুত্রবধূ বুরানবাবুকে মারধর করে মেরে ফেলে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে। জানা গিয়েছে, বুরানবাবুর ছেলে বিপ্লব মুর্মুর স্ত্রী শর্মিলা মার্ডি বামনগোলার মদনাবতী গ্রামপঞ্চায়েতের একটি বুথে শাসকদলের প্রার্থী হয়েছিলেন। বুরানবাবু পুত্রবধূর বদলে বিজেপির প্রার্থীর হয়ে এলাকায় প্রচার চালাচ্ছিলেন। ভোটে হেরে বুরানবাবুর প্রতি আক্রোশে খুন করা হয়েছে বলে অভিযোগ বিজেপির।



অভিযোগের ভিত্তিতে বিপ্লব মুর্মু ও তার স্ত্রী শর্মিলা মার্ডিকে গ্রেফতার করে বামনগোলা থানার পুলিশ। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। এদিকে, পুলিশের ভূমিকা নিয়ে বামনগোলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্বরা।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page