top of page

মনোনয়ন প্রত্যাহার না করায় বিজেপি প্রার্থীর স্বামীকে মারধরের অভিযোগ

মনোনয়নপত্র প্রত্যাহার না করায় গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থীর স্বামীকে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের মোহনা এক নম্বর কলোনি এলাকায়।


মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের ১৩৮ নম্বর বুথের বিজেপি প্রার্থী হয়েছেন সামেনা খাতুন। বিজেপি প্রার্থীর স্বামী রেজাউল হকের অভিযোগ, মনোনয়নপত্র জমা করার পর থেকেই তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হত। শুক্রবার রাত্রে ওই বুথের তৃণমূল প্রার্থী সালমা সুলতানার স্বামী তথা তৃণমূল নেতা এমডি আনোয়ার আলি তাঁকে ফোন করে ডাকে। এরপর দলবল নিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। কোনোমতে সেখান থেকে পালিয়ে প্রাণ বাঁচান রেজাউল সাহেব। রাতেই বিজেপি প্রার্থীর স্বামীকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।



মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শুভময় বসু জানান,

এই সমস্ত মিথ্যা অভিযোগ করে মানিকচকে বাজার গরম করতে চাইছে বিজেপি। এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

コメント


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page