মনোনয়ন দিতে যাওয়ার পথে পুলিশকর্মীদের সঙ্গে বচসা বিজেপি প্রার্থীর
- আমাদের মালদা ডিজিট্যাল
- Apr 18, 2024
- 1 min read
মনোনয়ন দিতে যাওয়ার পথে প্রশাসনিকভবনে ঢুকতে বাধা বিজেপির দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরিকে। প্রশাসনিকভবনে ঢুকতে বাধা পেয়ে কার্যত পুলিশকর্মীদের সঙ্গে বচসায় জড়ালেন প্রার্থী। যদিও পরে মনোনয়ন দাখি করেন তিনি।
আজ দুপুরে মিছিল করে মনোনয়ন দাখিল করতে আসেন শ্রীরূপা মিত্র চৌধুরি। প্রবল গরমের মধ্যেও মিছিলে হাজার খানেক লোক হাঁটেন। পোস্ট অফিস মোড় দিয়ে প্রশাসনিকভবনে যাওয়ার পথে পুলিশকর্মীরা শ্রীরূপাদেবীর পথ আটকান। প্রশাসনের তরফে ঘুরে শিশু উদ্যান সংলগ্ন মেইন গেট দিয়ে আসতে বলা হয়। এরপরেই পুলিশকর্মীদের সঙ্গে বচসায় জড়ান বিজেপি প্রার্থী। পরে ইংরেজবাজার থানার আইসি প্রশাসনিক আধিকারিকদের থেকে অনুমতি নিয়ে তাঁদের প্রবেশ করতে দেন।
শ্রীরূপাদেবী জানান, প্রবল গরমের মধ্যে আমার সঙ্গে মনোনয়ন দাখিল করতে অনেক কর্মী মিছিল করে এসেছেন। পোস্ট অফিস মোড় দিয়ে প্রশাসনিকভবন চত্বরে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। আমাদের ঘুরে মেইন গেট দিয়ে আসতে বলা হয়। অনেক বচসার পর আমাদের প্রশাসনিকভবন চত্বরে প্রবেশ করতে দেওয়া হয়।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários