প্রাক্তন আইপিএসকে হারিয়ে জয়ের স্বাদ খগেনের
উত্তর মালদা লোকসভা কেন্দ্র ফের গেরুয়া শিবিরের দখলে। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৭৭ হাজার ৭০৮ ভোটে হারিয়ে ফের জয়লাভ করলেন খগেন মুর্মু। জয়ের সার্টিফিকেট হাতে পেতেই গঙ্গা ভাঙন ও বিমানবন্দরের কথা মুখে উঠে এল খগেনবাবুর।
গত লোকসভা নির্বাচনে গণি পরিবারের মৌসম নূরের ওপর আস্থা রেখেছিল শাসকদল। সেখানেও বাজিমাত করেছিলেন খগেন মুর্মু। এবার খগেনবাবুর সামনে প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করায় তৃণমূল। প্রার্থী হওয়ার পর থেকেই নিজের জয় নিয়ে একটু বেশি নিশ্চিত হয়ে পড়েছিলেন এক সময়ের মালদা জেলার পুলিশসুপার। গণনার আগে সবুজ আবির নিয়ে বিজয়োল্লাসেও মেতে উঠেছিলেন। তবে শেষ হাসি হেসেছেন পোড় খাওয়া বিজেপি নেতা।
জয়ের শংসাপত্র হাতে নিয়ে গণনাকেন্দ্র থেকে বেরোনোর পথে খগেনবাবু জানান, এই জয় উত্তর মালদার মানুষের জয়। উত্তর মালদার ভোটারদের মধ্যে যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি, প্রত্যেককে ধন্যবাদ জানাই৷ আমাকে প্রার্থী করার জন্য দলের কাছে কৃতজ্ঞ৷ নির্বাচনের প্রচারে অনেক কিছুই ঘটে থাকে। সেসব নিয়ে কারও বিরুদ্ধে আমার কোনও ক্ষোভ নেই, রাগ নেই৷ নির্বাচনের লড়াইয়ে জনাদেশ শেষ কথা। এখানে গঙ্গা ভাঙনের বড় সমস্যা আছে, একটি এয়ারপোর্টের খুব প্রয়োজন৷ নবোদয় বিদ্যালয় আর এইমস ধাঁচের হাসপাতালেরও প্রয়োজন রয়েছে৷ এসব করার চেষ্টা করব৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments