top of page

গ্রামে ট্রান্সফরমার বসানোর উদ্যোগ নিয়ে বিজেপির কর্মীকে হামলার অভিযোগ

বাজার থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন এক বিজেপি কর্মী৷ আক্রান্ত বিজেপি কর্মীর নাম মহাদেব মণ্ডল (৫১)৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক ৩ ব্লকের কুম্ভীরা গ্রাম পঞ্চায়েতের সুখপাড়া গ্রামে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷


মহাদেববাবুর পরিবারের অভিযোগ, ঘটনার সূত্রপাত প্রায় দেড় বছর আগে৷ সেই সময় এলাকায় বিদ্যুতের হুকিং-এর রমরমা৷ তৃণমূল পঞ্চায়েত সদস্যের পাশাপাশি শাসকদের অনেক নেতার বাড়িতে হুকিং করে আলো জ্বালানো হত৷ বিদ্যুতের ভোল্টেজের সমস্যা দেখা দিচ্ছে গোটা এলাকায়৷ বিদ্যুৎ চুরির প্রতিবাদের পাশাপাশি গ্রামবাসীদের নিয়ে বিদ্যুৎ দপ্তরের কর্তাদের সঙ্গে দেখা করেন মহাদেববাবু৷ দপ্তর থেকে জানানো হয় ট্রান্সফরমার বসাতে হবে, অনেক টাকা প্রয়োজন৷ এরপর থেকেই টাকা সংগ্রহে নেমে পড়েন তিনি৷ সাহায্যের জন্য তৃণমূল পঞ্চায়েত সদস্য মিঠুন সাহার কাছেও যান৷ কিন্তু টাকা দেওয়া দূরের কথা উলটে গ্রামবাসীদের একজোট করায় মহাদেববাবুকে দেখে নেওয়ার হুমকি দেয় মিঠুন৷ গতকাল রাতে সেই ঘটনার প্রতিফলন ঘটেছে বলে দাবি মিঠুনবাবুর পরিবারের লোকদের।



মহাদেববাবুর স্ত্রী অর্চনা মণ্ডল জানান, গতকাল রাতে রাস্তায় তৃণমূলের লোকজন মহাদেববাবুর রাস্তা আটকায়৷ মিঠুন সাহা, সত্যজিৎ সাহা, হরিপদ সাহা, অমর সাহা সহ ৮-১০ জন তৃণমূল কর্মী মাটিতে ফেলে লাঠিপেটা করে ধারালো অস্ত্র দিয়ে কোপায়৷ জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে মহাদেবাবুকে উদ্ধার করে স্থানীয় দারিয়াপুর স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করেন তিনি৷ পরে চিকিৎসকরা তাঁকে মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করেন৷

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page