গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, অভিযোগের তির বিজেপির দিকে
তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গাজোলের আলাল ফতেপুর এলাকায়।
গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম বিফল মণ্ডল। বাড়ি গাজোল থানার রানীগঞ্জ বিলাই কান্দর এলাকায়। জানা গিয়েছে, বুধবার রাতে সে আলমপুরে কাজে এসেছিল। সেখান থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় গাজোলের ফতেপুর এলাকায় পাঁচজন দুষ্কৃতী তাঁর পথ আটকায়। অভিযোগ, বিজেপি নেতা অমিত সাহার হয়ে প্রচার করতে বলে দুষ্কৃতীরা। তাদের কথায় রাজি না হয়ে চলে যাওয়ার সময় পেছন থেকে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোঁড়ে। একটি গুলি লাগে বিফলের ডান পায়ে।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে হাতিমারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করেন। বর্তমানে সে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
[ আরও খবরঃ স্ত্রীর উপর এলোপাতাড়ি চাকুর কোপ, আহত আরও দুই ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
コメント