যাত্রী বোঝাই গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইক চালকের। শনিবার সকালে চাঁচল-হরিশ্চন্দ্রপুর ৮১ নং জাতীয় সড়কের চাঁচল বিএড কলেজ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। মৃত বাইক চালকের নাম রাজা আলি (২৫)। বাড়ি হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের পারো গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হরিশ্চন্দ্রপুর থেকে চাঁচলের দিকে বাইকটি আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে আসা একটি ছোটো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় মোটরবাইক চালককে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে, ঘাতক গাড়িটিকে পুলিশ আটক করলেও চালক পলাতক বলে পুলিশসূত্রে খবর।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।
Comments