মিছিল রুখল পুলিশ, অবস্থান বিক্ষোভে সাংসদ
- আমাদের মালদা ডিজিট্যাল

- Aug 22, 2019
- 1 min read
Updated: Nov 9, 2020
বিজেপি যুব মোর্চার বাইক মিছিলকে ঘিরে উত্তেজনা ছড়াল মালদা শহরের নেতাজি মোড়ে। প্রায় দেড় ঘণ্টা অবস্থান বিক্ষোভের জেরে তীব্র যানজট সৃষ্টি হয় এলাকায়। পরে পুলিশের পক্ষ থেকে পদযাত্রার অনুমতি দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
৩৭০ ও ৩৫ (এ) ধারা তুলে নেওয়ার সমর্থনে বৃহস্পতিবার মালদা শহরের বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে একটি বাইক মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশ নিয়েছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু ও বিজেপির জেলা সভাপতি গোবিন্দ মণ্ডল। শহরের ফোয়ারা মোড়ে আসতেই ডিএসপি বিপুল মজুমদার ও ইংরেজবাজার থানার আইসি শান্তনু মৈত্রর নির্দেশে মিছিলটি আটকায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের বাধা পেয়ে অবস্থান বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মী-সমর্থকরা। ঘণ্টা দেড়েক অবস্থানের পরে পায়ে হেঁটে শহরের ফোয়ারা মোড় পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।
ছবি: মিসবাহুল হক














Comments