top of page

বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে বহরমপুর

জেলা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত হচ্ছে ২২তম শুভেন্দু চৌধুরি মেমোরিয়াল টুর্নামেন্ট। আজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশের ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও বহরমপুর সবুজ সংঘ।



দুই দেশের জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সংগীত গেয়ে খেলার সূচনা করা হয়। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ২২.৪ ওভারে ১০ উইকেটের বিনিময়ে ১২৭ রান করে বাংলাদেশের খেলোয়াড়রা। দলের হয়ে সর্বোচ্চ রান করেন মুসা ৬৯ (৩৯)। তিনটি করে উইকেট নেন সবুজ সংঘের রাজকুমার পাল ও আকাশ ঘটক। দুটি করে উইকেট পেয়েছেন প্রকাশ রায় ও সুজিত যাদব। অন্যদিকে, মাত্র ৩ উইকেট হারিয়ে ১৩০ রান করে বহরমপুরের খেলোয়াড়রা। বহরমপুরের পক্ষে সর্বোচ্চ রান করেন তফিকুদ্দিন মণ্ডল ৫৮ (২৭)। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন আসরাফুল বাবু, জাকির হোসেন ও আসমাউল হাবিব।


আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল খেলবে বহরমপুর সবুজ সংঘ ও কলকাতার এ অ্যান্ড এস ক্রিকেট অ্যাকাডেমি।


[ আরও খবরঃ মাথায় আগ্নেয়াস্ত্র ধরে ডাকাতি, আতঙ্ক চাঁচলে ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page