top of page

মহদীপুর ঘাটে বেহুলা-লখিন্দরের পুজো

  • Dec 12, 2019
  • 1 min read

মনসামঙ্গলে বেহুলা-লখিন্দরের কথা সকলের জানা। সর্প দর্শনে লখিন্দরের দেহ ভাসিয়ে দেওয়া হয়েছিল কলার ভেলাতে। এরপর দেবতাদের সন্তুষ্ট করে লখিন্দরের প্রাণ ফিরিয়ে এনেছিল বেহুলা। বৃহস্পতিবার ভাগীরথী নদীতে একটি কলার ভেলাতে বেহুলা-লখিন্দরের পুজো দিল ইংরেজবাজারের মহদীপুরের বাসিন্দারা।



এই পুজো ঘিরে এলাকায় পাঁচ দিনব্যাপী মনসা গানের আয়োজন করা হয়েছে। স্থানীয় বাসিন্দা সন্ধ্যা ঘোষ জানান, মোথাবাড়ি থেকে ভেসে আসছে এই ভেলা। ভাগীরথী নদীর হাভাস খানা ঘাট, কদমতলা ঘাট, শনিবাড়ি ঘাট হয়ে আজ মহদীপুর ঘাটে এসে পৌঁছয়। ভেলা ঘাটে এসে পৌঁছনোয় ধর্মীয় রীতি মেনে পুজো-অর্চনা শুরু হয়েছে। এই উপলক্ষে পাঁচ দিন ব্যাপী মনসা গানের আয়োজন করা হয়েছে।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page