ভোটের প্রচারে বেরিয়ে মারধর, অভিযুক্ত বিদায়ী কাউন্সিলর
ভোটের প্রচারে বেরিয়ে হোটেল মালিকের স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল বিদায়ী কাউন্সিলর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। যদিও কাউন্সিলরের দাবি, প্রচারে বেড়িয়ে তাঁরাই আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, ইংরেজবাজার পুরসভার তিন নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর পরিতোষ চৌধুরি আজ সকালে স্ত্রী কাকলি চৌধুরিকে নিয়ে প্রচারে বেরিয়েছিলেন। তৃণমূলের টিকিট না মেলায় নির্দল হিসেবেই ওই ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাকলিদেবী। অভিযোগ, সেই সময় স্থানীয় এক হোটেলের মালিকের স্ত্রীর সঙ্গে গণ্ডগোল বাঁধে তাঁদের।
হোটেল মালিক শংকর চৌধুরির স্ত্রী রিমা চৌধুরি জানান, ভোটের জন্য পরিতোষবাবু তাঁদের কাছে দু’লক্ষ টাকা দাবি করেছিলেন। টাকা না দেওয়ায় রাতে তাঁদের বাড়িতে হামলা হচ্ছে। এনিয়ে আজ তিনি পরিতোষবাবুর সঙ্গে কথা বলতে যান। সেই সময় পরিতোষবাবু ও কাকলিদেবী তাঁর ওপর হামলা চালায়।
পরিতোষবাবুর দাবি, প্রচারে গিয়ে তাঁদের ওপর হামলা করা হয়েছে। তাঁদের প্রচার রুখতেই কেউ বা কারা এই কাজ করাচ্ছে। সমস্ত ঘটনা জানিয়ে তাঁরা পুলিশের দ্বারস্থ হবেন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments