top of page

প্রধানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ বিডিও'র

প্রকৃত উপভোক্তারা বন্যাত্রানের টাকা পাননি। ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে তা আত্মসাৎ করেছেন প্রধান। এমনই অভিযোগে গ্রামপঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে এফআইআর করলেন বিডিও। ঘটনাকে কেন্দ্র করে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের বরুই গ্রামপঞ্চায়েতে চাঞ্চল্য ছড়িয়েছে।


প্রশাসন ও পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে এলাকায় ভয়াবহ বন্যা হয়। বন্যায় অনেকের আংশিক ও বহু বাসিন্দার ঘরদোর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। এরপর রাজ্য সরকারের তরফে ক্ষতিগ্রস্তদের অনুদান দেওয়া হয়। কিন্তু প্রকৃত উপভোক্তাদের অনেকেই টাকা পাননি বলে তাঁরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে প্রশাসন। এদিকে প্রশাসন অযথা তদন্তে ঢিলেমি করছে বলে, কলকাতা হাইকোর্টে মামলাও করেন কংগ্রেসের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। গতকাল বরুই গ্রামপঞ্চায়েত প্রধান সোনামণি সাহার বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানান বিডিও।


BDO-lodged-complaint-against-gram-pradhan
প্রশাসন ও পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে এলাকায় ভয়াবহ বন্যা হয়

এই প্রসঙ্গে বিডিও অনির্বাণ বসু বলেন, উপভোক্তাদের অভিযোগের ভিত্তিতে প্রধানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ পুলিশের পক্ষ থেকে নেওয়া হবে।




চাঁচলের এসডিপিও শুভেন্দু মণ্ডল বলেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সব খতিয়ে দেখে আইনানুগ পদক্ষেপ করা হবে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page