top of page

দুয়ারে সরকারে উপভোক্তাদের ফর্ম ফিল-আপ বিডিওর

ইংরেজবাজার থানার আইসির পর এবার দুয়ারে সরকার শিবিরে উপভোক্তাদের ফর্ম ফিল-আপ করতে দেখা গেল বিডিওকে। পুলিশ প্রশাসনের পর ব্লক প্রশাসনকেও পাশে পেয়ে খুশি উপভোক্তারা।


শুক্রবার ইংরেজবাজারের ছয়টি কেন্দ্রে দুয়ারে সরকারের শিবিরের আয়োজন করা হয়েছিল। সাগরদিঘী প্রাথমিক বিদ্যালয়, খাসিমাড়ী প্রাথমিক বিদ্যালয়, গৌড়ীয় হাইস্কুল, মহদীপুর হাইস্কুল সহ অন্যান্য কেন্দ্রে দুয়ারে সরকার শিবির খতিয়ে দেখতে যান ইংরেজবাজারের বিডিও। শুধু শিবিরের কাজকর্ম খতিয়ে দেখা নয় উপভোক্তাদের ফর্ম ফিল-আপ করতে দেখা গেল খোদ বিডিও সৌগত চৌধুরিকে।উল্লেখ্য, গত পরশু ইংরেজবাজারের কোতোয়ালিতে উপভোক্তাদের ফর্ম ফিল-আপ করতে দেখা গিয়েছিল ইংরেজবাজার থানার আইসিকে। এরপরে একই ভূমিকায় দেখা গেল বিডিওকে। পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনকে পাশে পেয়ে উপভোক্তারা যথেষ্ট উপকৃত হচ্ছেন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page