top of page

ছয় ওভার বাকি ম্যাচ জিতে নিল বাংরুয়া ডেয়ার ডেভিলস

  • Jan 3, 2020
  • 1 min read

Updated: Feb 4, 2020

হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া গ্রামের উরস ময়দানে যুবকদের উদ্যোগে নক আউট ক্রিকেট টুর্নামেন্ট হল শুক্রবার। হরিশ্চন্দ্রপুর এলাকার মোট চারটি দল অংশগ্রহণ করে। ফাইনালে বাংরুয়া রয়্যাল রয় বনাম বাংরুয়া ডেয়ার ডেভিলস একাদশের খেলায় বাংরুয়া রয়্যাল রয় ১২ ওভারে ৯০ রান তোলে। ব্যাট করতে নেমে বাংরুয়া ডেয়ার ডেভিলস ৬ ওভারে ৯১ রান করে জয়ী হয়। ম্যান অব দ্য ম্যাচ হন বিজয়ী দলের রাজ্জাক আলম এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হন সোহম পারভেজ।



বিজয়ী দলের ক্যাপ্টেন ইনতাজ আলি জানান, প্রতিবছর বাংরুয়া যুবকবৃন্দ এই ক্রিকেট (#Cricket) টুর্নামেন্ট খেলার আয়োজন করে। এবছর হরিশ্চন্দ্রপুর এলাকার চারটি ক্রিকেট দল অংশগ্রহণ করে। ১৫ দিন ধরে খেলার পর আজ চূড়ান্ত খেলায় জয়ী হয়। খেলার সভাপতি ডঃ শাহাদাত হোসেন ও সম্পাদক মাসুদ আলি জানান, চাম্পিয়ন দলকে ট্রফি ও কিছু অর্থ দিয়ে পুরস্কৃত করা হয়েছে ও রানার্স দলের খেলোয়ারদের ডায়ারি ও বই দিয়ে সম্মানিত করা হয়েছে। খেলাটি পরিচালনা করেন আম্পায়ার জুলফিকার আলি ও মাসুদ আলি।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page