top of page

১০ বছর ধরে ভারতে বসবাস, অবশেষে পুলিশের জালে বাংলাদেশি

নাম পরিবর্তন করে দীর্ঘদিন ধরে ভারতবর্ষে বসবাস। ফের বাংলাদেশে যেতে গিয়ে ধৃত বাংলাদেশি যুবক। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের মহদিপুর এলাকায়। ধৃত বাংলাদেশিকে শনিবার ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


ধৃত বাংলাদেশির নাম হৃদয় মিয়াঁ (২০)। বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার ইংরেজবাজারের মহদিপুর স্ট্যান্ড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় লোকজন ওই যুবককে আটক করে। খবর দেওয়া হয় পুলিশে।


ree

ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে জেরা শুরু করে ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশি জেলায় ওই যুবক নিজেকে বাংলাদেশি বলে স্বীকার করে। এরপরেই গ্রেপ্তার করা হয় ওই যুবককে। ধৃত বাংলাদেশির হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি প্যান কার্ড। তবে ওই প্যান কার্ড আসল কিনা তা এখনও জানা যায়নি। প্রাথমিক জেরায় ধৃত যুবক পুলিশকে জানায়, প্রায় ১০ বছর আগে সে ভারতবর্ষে প্রবেশ করেছিল। তবে কোন বর্ডার দিয়ে সে ভারতে এসেছিল তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। দীর্ঘ সময় সে ব্যাঙ্গালোরে পাস্টিক কুড়ানোর কাজ করেছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page