top of page

ভারতীয় পাসপোর্ট নিয়ে হাজির বাংলাদেশি, অবশেষে মিলল আসল পরিচয়

ইমিগ্রেশন চেকপোস্টে ভারতীয় পরিচয় ব্যবহার করতে গিয়ে ধৃত বাংলাদেশি। লিখিত অভিযোগ দায়ের করে ধৃত বাংলাদেশিকে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দিয়েছে মহদিপুর ইমিগ্রেশন চেকপোস্ট অথরিটি। ধৃত বাংলাদেশিকে পুলিশি হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে ইংরেজবাজার থানার পুলিশ।


ধৃত বাংলাদেশির নাম মহম্মদ দিলওয়ার (৩০)। বাড়ি বাংলাদেশের রাজশাহী এলাকায়। ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সেলিম শেখ নাম ও ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করে ওই ব্যক্তি। তল্লাশিতে ওই ব্যক্তির হেপাজত থেকে উদ্ধার হয় একটি বাংলাদেশি পরিচয়পত্র। এরপরে অ্যাম্বাসি থেকে তা যাচাই করতেই জানা যায় ওই ব্যক্তি বাংলাদেশি। ইংরেজবাজার থানায় নির্দিষ্ট অভিযোগ করে ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয় মহদিপুর ইমিগ্রেশন পয়েন্ট অথরিটি। ধৃতের হেপাজত থেকে বাজেয়াপ্ত হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ভিসা সহ কিছু ভারতীয় টাকা। উদ্ধার হয়েছে বাংলাদেশি পরিচয়পত্রও। তবে কোন পরিচয়পত্র আসল, তা নিয়ে এখনও নিশ্চিত হতে পারেননি তদন্তকারী অফিসাররা।

জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, মহদিপুর আইসিপি কর্তৃপক্ষ এক ব্যক্তিকে বাংলাদেশি হওয়ার সন্দেহ প্রকাশ করে। ওই ব্যক্তি ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। ওই ব্যক্তিকে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। জেরায় ওই ব্যক্তি নিজেকে বাংলাদেশি বলে স্বীকার করেছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Komentar


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page