সীমান্তে এনকাউন্টারে নিহত বাংলাদেশি পাচারকারী
top of page

সীমান্তে এনকাউন্টারে নিহত বাংলাদেশি পাচারকারী

সীমান্তে চোরাচালান রুখতে বাংলাদেশি পাচারকারীদের হাতে আহত এক জওয়ান। পালটা এনকাউন্টারে মৃত্যু হয়েছে এক বাংলাদেশির। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার নওদা বিওপি সংলগ্ন এলাকায়।


বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে নওদা বিওপিতে কর্তব্যরত জওয়ানরা ১৫-২০ জন বাংলাদেশিকে অস্ত্রশস্ত্র হাতে সীমান্তের দিকে এগোতে দেখেন। একই সঙ্গে কিছু ভারতীয়ও কাঁটাতারের দিকে এগোচ্ছিল। জওয়ানরা স্টান গ্রেনেড দিয়ে পাচারকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু জওয়ানদের ওপর পালটা আক্রমণ করে বাংলাদেশি জওয়ানরা। আহত হন এক জওয়ান। এরপরেই জওয়ানরা গুলি চালাতে বাধ্য হন। গুলিবিদ্ধ হয় এক বাংলাদেশি। গুলিবিদ্ধ বাংলাদেশিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসা হলে চিকিৎসরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত বাংলাদেশির নাম ইব্রাহিম শেখ (২৪)। বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার ধুলিপাড়া গ্রামে। এদিকে, ঘটনাস্থল থেকে উদ্ধার হয় ১৯৭ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ, একটি মোবাইল ফোন ও দুটি হাঁসুয়া। এই ঘটনার পর বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে আরও সতর্ক থাকতে আবেদন জানানো হয়েছে।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page