বেআইনি মাদক দ্রব্য ও জালনোট পাচার সহ একাধিক সমস্যার সমাধানে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে ভারতে এলেন বাংলাদেশি প্রতিনিধিদল। শুক্রবার দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবনে বাংলাদেশের ৯টি জেলার আধিকারিক ও বাংলাদেশ সীমান্ত এলাকার উত্তরবঙ্গের ৬টি জেলার প্রশাসনিক ও বিএসএফ আধিকারিকরা এই বৈঠকে যোগ দেন।
জানা গেছে, গতকাল দক্ষিণ দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের হিলি চেকপোস্ট দিয়ে ৫৯ জনের ওই প্রতিনিধি দল ভারতে আসেন। শুক্রবার জেলা প্রশাসনিক ভবনে ছিটমহল সমস্যা, পাচারচক্র, করিডর ইস্যু, ল্যান্ডপোর্ট সমস্যা সহ একাধিক সমস্যা নিয়ে বৈঠক হয়। এদিনের বৈঠকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক ও পুলিশ সুপার ছাড়াও অন্যান্য প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের জয়পুরহাট ডেপুটি কমিশনার মহঃ জাকির হোসেন বলেন, এদিনের বৈঠকে সীমান্তবর্তী সংলগ্ন এলাকার একাধিক সমস্যা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের ৯টি সীমান্তবর্তী জেলা ও ভারতের ৬টি সীমান্তবর্তী জেলার প্রতিনিধিরা এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন।
ছবি: গৌতম কর্মকার
প্রতিদিন মালদার টাটকা নিউজ হোয়াটস্ অ্যাপে পেতে ক্লিক করুন
Comments