top of page

ভাদ্রের শেষে জাগে শিবডাঙ্গি

মালদা জেলার বামনগোলা ব্লকের অন্তর্গত মদনাবতী গ্রাম পঞ্চায়েতের অধীনে শিবডাঙ্গি গ্রাম। এই গ্রামে আছে এক প্রাচীন শিবমন্দির। মূল মন্দিরটি একটি প্রাচীন বটগাছ দিয়ে আবৃত। ফলে মন্দিরের গর্ভগৃহে স্থাপিত শিবলিঙ্গ ছাড়া মূল মন্দিরটি বাইরে থেকে দৃশ্যমান নয়। মন্দিরের শিবলিঙ্গ ও গৌরিপট আকারে বৃহৎ। প্রতি বছর বাংলা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে এই মন্দিরে তিন দিন ধরে বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়। শুধু মালদা জেলা নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের শিবভক্ত মানুষজন নিকটস্থ ব্রাহ্মণী নদীতে স্নান করে সেই জল শিবলিঙ্গের মাথায় ঢালেন। বাৎসরিক উৎসব উপলক্ষে চলে বাউল গান। স্থানীয় এলাকায় বসে মেলা।এই মন্দিরের স্থাপনাকাল সম্পর্কে সঠিক কোনও তথ্য পাওয়া না গেলেও প্রত্নতাত্বিক দিক থেকে এর গুরুত্ব কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। খুব সম্ভবত এই শিবলিঙ্গটি পাল রাজত্বকালে স্থাপন করা হয়েছিল। কারণ, বাংলাদেশের বিভিন্ন শিব মন্দিরে যেসব বৃহৎ আকারের শিবলিঙ্গ দেখতে পাওয়া যায় সেগুলির বেশিরভাগই পাল আমলে স্থাপিত। জেলার হরিশ্চন্দ্রপুরের ওয়ারি গ্রামে যেমন বৃহৎ শিবলিঙ্গ দেখতে পাওয়া যায়, শিবডাঙ্গির শিবলিঙ্গও অনেকটা সেই আকারের। যদিও আকারে শিবডাঙ্গির শিবলিঙ্গ কিছুটা বড়ো। সম্ভবতঃ শিবের অবস্থান হেতু এলাকার নামকরণ হয়েছে শিবডাঙ্গি।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page