top of page

বিজেপির প্রতীকে ভোট দেওয়া ব্যালট উদ্ধার, আদালতে যাচ্ছেন প্রার্থী

নির্জন স্থান থেকে উদ্ধার হয় একাধিক ব্যালট। প্রতিটি ব্যালটে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়া রয়েছে। যদিও সেই ব্যালটগুলি আসল কিনা তা যাচাই করেনি আমাদের মালদা। যদিও বিজেপির দাবি, কৌশল করে বিজেপি প্রার্থীদের হারাতেই ব্যালট বাক্স থেকে ব্যালট লুট করে ফেলে দেওয়া হয়েছে।


মালদা জেলাপরিষদের ২৮ নম্বর আসনের বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল জানান,

মথুরাপুর হাটখোলা এলাকায় যত্রতত্র বিজেপিকে ভোট দেওয়া ব্যালট পড়ে রয়েছে। আমরা বিডিও, জেলাশাসক, অবজারভারকে অভিযোগ জানিয়েছিলাম ব্যালট বাক্স পরিবর্তন করে ভোট চুরি করা হয়েছে। সেই প্রমাণ আজ পাওয়া গেল। প্রায় হাজার ব্যালট উদ্ধার হয়েছে। তৃণমূলকে জোর করে জেতানো হয়েছে। জেলাশাসক, পুলিশসুপার সকলে এই চক্রান্তে জড়িত রয়েছেন। সমস্ত ব্যালট সংগ্রহ করে আদালতের দ্বারস্থ হব।


জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বকশি বলেন,

বিষয়টি আমার জানা নেই। মালদা জেলায় দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। যদি কোথাও এধরণের ঘটনা ঘটে থাকে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে। তবে আমার মনে হয়, বিরোধীরা মিথ্যে অভিযোগ তুলছে।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page