খুনের অভিযোগে অভিযুক্তের জামিন খারিজ
- আমাদের মালদা ডিজিট্যাল

- Sep 4
- 1 min read
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আবাসনে অষ্টম শ্রেণির ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করল মালদা জেলা আদালত। হাইকোর্টে আবেদন জানানো হলে সেখানেও বিরোধিতা করা হবে বলে জানিয়েছেন আইনজীবী৷
মানিকচকের ভূতনির হীরানন্দপুরের বাসিন্দা ছিল শ্রীকান্ত মণ্ডল (১৪)। মানিকচক এলাকারই একটি আবাসিক মিশনে থেকে পড়াশোনা করত সে। অভিযোগ, গত ২ জুলাই রাতে মিশনের হস্টেল থেকে শ্রীকান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
শ্রীকান্তের বাবা প্রেমকুমার মণ্ডল অভিযোগ করেন, ২ জুলাই রাতে ওই মিশনের কর্ণধার সাজির হোসেন ফোন করে আমাকে জানায়, ছেলে অসুস্থ৷ আমি তখন ভিনরাজ্যে কাজ করছিলাম৷ ফোন করে বিষয়টি বাড়িতে জানাই। কিছু সময় পর সাজির ফের ফোন করে জানান, ছেলে মারা গিয়েছে৷ পরিবার সহ গ্রামের লোকজন সেখানে গিয়ে দেখে, ছেলে মৃত৷ সেই সময় কর্তৃপক্ষ জানায়, ছেলে আত্মহত্যা করেছে৷ মালদা মেডিকেলে ময়নাতদন্তের রিপোর্টে জানতে পারি, ছেলের মাথায় বড় ধরনের আঘাত রয়েছে৷ সে আত্মহত্যা করেছে৷ দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করি৷ আদালত আবেদন মঞ্জুর করলে, কল্যাণী এইমসে ছেলের দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়৷ সেখানেও একই রিপোর্ট আসে৷ এরপরেই আমি ওই মিশনের কর্ণধারের বিরুদ্ধে বিরুদ্ধে মানিকচক থানায় খুনের অভিযোগ দায়ের করি৷ তিনি মালদা জেলা আদালতে জামিনের আবেদন করেন৷ আজ বিচারক সেই আবেদন খারিজ করে দিয়েছেন৷ আমরা ঘটনার সত্যতা জানতে চাই, দোষীদের শাস্তি চাই।

আইনজীবী অমিতাভ মৈত্র বলেন, ওই মিশনের কর্ণধার আগাম জামিনের আবেদন করেছিলেন৷ আজ তার শুনানি ছিল৷ মালদা জেলা আদালতের সেশনস জজ তাঁর সেই আবেদন খারিজ করেছেন৷ পরবর্তীতে তিনি কলকাতা হাইকোর্টেও আগাম জামিনের আবেদন জানাতে পারেন৷ আমরা হাইকোর্টেও তাঁর জামিনের বিরোধিতা করব৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments