Search
ফের জামিনের আবেদন খারিজ নরেন্দ্রনাথ তিওয়ারির
- আমাদের মালদা ডিজিট্যাল
- Mar 19
- 1 min read
জেলা তৃণমূলের সহ সভাপতি তথা কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনায় মূলচক্রীর অভিযোগে ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারির ফের জামিনের আবেদন খারিজ হল বুধবার। উল্লেখ্য, সিজেএম আদালতে জামিনের আবেদন খারিজ হওয়ার পর নরেন্দ্রনাথ তিওয়ারির আইনজীবী জেলা আদালতে জামিনের আবেদন জানান। গত ১৪ মার্চ সেই শুনানি হওয়ার কথা থাকলেও কেস ডায়ারি না থাকায় ১৯ মার্চ শুনানির তারিখ দিয়েছিল আদালত।
এদিকে, নৃশংস এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত মোট আটজনকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। তবে এই ঘটনার আরও দুই মূল অভিযুক্ত কৃষ্ণা রজক ও বাবলু যাদব এখনও ফেরার। এই দুই অভিযুক্তের খোঁজ পেতে পুরষ্কার ঘোষণা করে পুলিশি তল্লাশি জারি রয়েছে।

দুলাল সরকারের স্ত্রী তথা আইনজীবী চৈতালি সরকার জানান, এই ঘটনায় নরেন্দ্রনাথ তিওয়ারি ও স্বপন শর্মাকে মূলচক্রী হিসেবে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ আদালত ফের নরেন্দ্রনাথ তিওয়ারির জামিনের আবেদন খারিজ করেছেন। দ্রুত এই মামলা নিষ্পত্তি করে দোষীদের কঠোরতম সাজার দাবি জানাচ্ছি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
コメント