top of page

যাত্রীর ব্যাগ ছিনতাই করে দৌড় দুই মহিলার

হাসপাতাল থেকে চিকিৎসা করে বাড়ি ফিরছিলেন চণ্ডীপুরের বাসিন্দা মর্জিনা বিবি। রথবাড়িতে অপেক্ষা করছিলেন গাড়ি ধরার জন্য। সেই সময় দুই মহিলা মর্জিনা বিবির ব্যাগ ছিনতাই করে দৌড়ে পালায়। মর্জিনা বিবির চিৎকারে তাদের তাড়া করে স্থানীয়রা। অবশেষে রাজ হোটেল মোড়ে ধরা পরে যায় দুই ছিনতাইকারী। ঘটনাস্থলে হাজির হন ইংরেজবাজার থানার পুলিশ। দুই মহিলা ছিনতাইকারীকে আটক করে ইংরেজবাজার থানায় নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদ করার জন্য। পুলিশি জেরায় দুই ছিনতাইকারী নিজেদের নাম জয়ন্তী পাশি ও রূপশী পাশি বলে জানিয়েছে। তারা মুর্শিদাবাদ জেলার বহরমপুরের পঞ্চাননতলা এলাকার বাসিন্দা।



এদিকে মর্জিনা বিবি জানান, তাঁর ব্যাগে নগদ ২ হাজার টাকা ও ব্যাংকের এটিএম কার্ড ছিল।

Tags:

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page