বিজেপিতে যোগ দিয়ে মালদা ফিরলেন খগেন মুর্মু
- আমাদের মালদা ডিজিট্যাল

- Mar 23, 2019
- 1 min read
Updated: Apr 7, 2023
প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর আজ কলকাতা থেকে মালদা এলেন বিজেপি’র মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী খগেন মুর্মু। এদিন দুপুরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তিনি মালদা টাউন স্টেশনে নামেন। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জেলা বিজেপি'র সভাপতি সঞ্জিত মিশ্র দলীয় কর্মী ও সমর্থকেরা। এরপর আদিবাসী নৃত্যের তালে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে তিনি পায়ে হেঁটে মালদা টাউন স্টেশন থেকে দলীয় কার্যালয়ে আসেন। সেখানে তাঁকে স্বাগত জানান দলীয় কর্মী সমর্থকরা।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ভারতবর্ষের নরেন্দ্র মোদীর নেতৃত্বে আবার সরকার গঠন হবে এবং মালদা জেলার দুটি লোকসভা আসনে বিজেপি প্রার্থীদের জয় হবে, কারণ নির্বাচনে জনগণই আসল রায় দেবে। তিনি জানান এই নির্বাচনে তাঁর কোনও শক্ত প্রতিদ্বন্দ্বী নেই এবং নির্বাচনে জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী তিনি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments