top of page

খুনের মূল পাণ্ডা রোহনের খোঁজে পুলিশ

তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় পুলিশের রাডারে এখন রোহন৷ এই রোহনই দুলালবাবুকে খুনের মূল পাণ্ডা বলে জানতে পেরেছে পুলিশ৷ রোহনের কুণ্ডলীও বের করে ফেলেছেন তদন্তকারী অফিসাররা৷ তার নাম কৃষ্ণ রজক৷ বাড়ি ইংরেজবাজার পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডে৷ যে ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন খোদ দুলালবাবু৷ দিন সাতেক ধরে সে ভাড়াটে খুনিদের নিয়ে মাতাল মোড় এলাকায় তার প্রয়াত দিদার বাড়িতে ডেরা করেছিল৷ সেখান থেকেই খুনের পরিকল্পনা এবং দুলালবাবুর গতিবিধির উপর নজর রাখত তারা৷ পুলিশ সেই বাড়িটি সিল করেছে৷ এদিকে, এই ঘটনায় শনিবার আরও দুই দুষ্কৃতীকে জেলা আদালতে পেশ করা হয়েছে৷ এই দু’জনকে ১৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন মুখ্য দায়রা বিচারক৷ এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হল৷


এদিন পুলিশ অভিজিৎ ঘোষ (১৮) ও অমিত রজক (২২) নামে দুই দুষ্কৃতীকে জেলা আদালতে পেশ করেছে৷ অভিজিৎ ঘোড়াপির এলাকার বাসিন্দা, অমিতের বাড়ি ঝলঝলিয়া রেল কলোনিতে৷ সে পেশায় গোয়ালা৷ বাড়ি বাড়ি দুধ বিক্রি করে৷ তারই দাদা কৃষ্ণ রজক ওরফে রোহন৷ অভিজিতের মা সবিতা ঘোষের বক্তব্য, “ছেলে কী করেছে জানি না৷ তবে সম্প্রতি ও নেশা করছিল বলে শুনেছি৷ বেশি রাত করে ঘরে ফিরত৷ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল৷ একটি বিষয়ে ফেল করার পর পড়াশোনা ছেড়ে দেয়৷ একটি দোকানে কাজ করত৷ পরে অন্য দোকানে কাজ শুরু করে৷ ২৫ ডিসেম্বর থেকে তিনদিন ও বাড়ি ফেরেনি৷ ১ জানুয়ারি ফের বাড়ি থেকে বেরিয়ে যায়৷ সেই রাতে বাইরেই ছিল৷ পরদিন দুপুর দেড়টা নাগাদ বাড়ি ফেরে৷ দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে৷ সেদিনই রাত তিনটে নাগাদ পুলিশ ওকে ধরে নিয়ে যায়৷”


ধৃতদের আদালতে নিয়ে যাওয়া হচ্ছে।

যে জায়গায় দুলালবাবুকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল, তার কিছুটা দূরেই একটি বাড়িতে বেশ কিছুদিন ধরে ঘাঁটি গেড়েছিল দুষ্কৃতীরা৷ এই বাড়িতে রোহন ওরফে কৃষ্ণের সঙ্গে অপরিচিত যুবকরাও থাকত৷ স্থানীয় সুজাতা সরকার জানান, “ওদের দু’দিন দেখেছিলাম৷ একদিন হাঁড়িতে জল ভরছিল৷ আরেকদিন বাইকে চেপে তিনজন বেরিয়ে যাচ্ছিল৷ যেদিন দুলালদা খুন হয়, সেদিন সন্ধেয় পুলিশ এসে বাড়ির তালা ভেঙে সিল করে গিয়েছে৷ ঘটনার পর থেকে ওদের আর দেখতে পাইনি৷ এটা কৃষ্ণ নামে ছেলেটির দিদার বাড়ি৷”


পুলিশের একটি সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার তদন্ত প্রক্রিয়া অনেকটাই এগিয়েছে৷ কিন্তু মূল অভিযুক্ত রোহন পলাতক৷ তার খোঁজ চলছে৷ তাকে জিজ্ঞাসাবাদ করা গেলে তদন্তের গতি আরও বেড়ে যাবে৷ রোহনের খোঁজ পেতে ভিনরাজ্যের থানাগুলিকেও সতর্ক করা হয়েছে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

コメント


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page