top of page

ডেঙ্গি নিয়ন্ত্রণে সচেতনতা মিছিল মালদা শহরে

জেলা জুড়ে ক্রমশ ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। গত দুই সপ্তাহে মালদা জেলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১১৩ জন। এই পরিস্থিতিতে ডেঙ্গি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে নানা উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার মালদা শহরে ডেঙ্গি নিয়ে সচেতনতামূলক মিছিলের আয়োজন করা হয়। মিছিলে পা মেলান জেলাশাসক নিতীন সিংহানিয়া, অতিরিক্ত জেলাশাসক পীযূষ সালুঙ্খে, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী সহ বিভিন্ন স্কুলের পড়ুয়ারা।


জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, বর্ষার সময় ডেঙ্গি আর ম্যালেরিয়া নিয়ে আমরা সবচেয়ে বেশি সতর্ক থাকি৷ তার মধ্যে প্রধান হল ডেঙ্গি৷ কারণ, জমা জলে এডিস ইজিপ্টা মশা দ্রুত বংশবৃদ্ধি করে৷ গতকাল ডেঙ্গি মোকাবিলায় গ্রামাঞ্চলের প্রতিনিধিদের নিয়ে আলোচনা করা হয়েছে৷ আজ মালদা শহরে সচেতনতা মিছিলের আয়োজন করা হয়েছিল৷ ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি ও ইংরেজবাজার পুরসভার এই মিছিলে সহযোগিতা করেছে৷



জেলাশাসক জানান, ডেঙ্গি নিয়ন্ত্রণে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা, স্প্রে করা, গাপ্পি মাছ ছাড়া সহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে। সচেতনতার দিকেও বিশেষভাবে জোড় দেওয়া হচ্ছে। আজ মালদা শহরে সচেতনতামূলক মিছিল করা হয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page