দুর্ঘটনা এড়াতে ডাবল করা হচ্ছে ট্র্যাফিক সিগন্যাল
দুর্ঘটনা এড়াতে মালদা শহরের দুটি গুরুত্বপূর্ণ মোড়ে অটোমেটিক ট্র্যাফিক সিগন্যাল (টাইমার সহ) চালু করতে চলেছে জেলা পুলিশ প্রশাসন। রথবাড়ি ও সুকান্ত মোড়ে এই সিগন্যাল বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মালদা শহরের মধ্য দিয়ে চলে গিয়েছে ১২ নম্বর জাতীয় সড়ক। এই জাতীয় সড়কের একদিকে মালদা টাউন স্টেশন অন্যদিকে আদালত, পুলিশসুপারের অফিস, থানা, মেডিকেল কলেজ। স্বভাবতই এই জাতীয় সড়কে বিপুল যানবাহন চলাচলের পাশাপাশি পদযাত্রী সংখ্যাটাও অনেক। অনেক সময়ই রাস্তা পারাপার করতে গিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা এড়াতে রথবাড়ি ও সুকান্ত মোড় এলাকায় আরও ট্র্যাফিক সিগন্যাল বসানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা পুলিশ প্রশাসন। অটোমেটিক টাইমার সিগন্যাল বসানোর ফলে দুর্ঘটনা অনেকটাই এড়ানো যাবে বলে মনে করছে জেলা পুলিশ কর্তৃপক্ষ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments