top of page

রাস্তায় অটো দাঁড় করিয়ে অবরোধ চালকদের

যাত্রী তোলাকে কেন্দ্র করে টোটো ও অটোচালকদের বিবাদ। বিবাদের জেরে আইহো-সিঙ্গাবাদ রুটে রাস্তায় অটো দাঁড় করিয়ে অবরোধ। অবশেষে পুলিশি আশ্বাসে অবরোধ তোলেন অটোচালকরা।


অটো চালকদের দাবি, আইহো-সিঙ্গাবাদ রুটে টোটোতে বাহাগোলা পর্যন্ত যাত্রী নিয়ে যাওয়া নিয়ম রয়েছে। কিন্তু নিয়ম না মেনে টোটোচালকরা বাহাগোলা পার করে বিভিন্ন জায়গায় যাত্রী নিয়ে যাচ্ছে। সিঙ্গাবাদ রুটের গাড়ি চালকেরা টোটো আটকে দেওয়ায় দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। অন্যদিকে টোটো চালকদের অভিযোগ, তাঁরা নিয়ম মেনে যাত্রী নিয়ে যাচ্ছেন। রিজার্ভ করে যাত্রী নিয়ে যাওয়া নিয়ে কোনও নিয়ম নেই। অটো চালকেরা জোর করে টোটোতে যাত্রী নিয়ে যেতে বাধা দিচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হবিবপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশবাহিনী। পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।



[ আরও খবরঃ মধুচক্রের আসর বসাত বাড়ির গৃহবধূ, পুলিশের হানায় ধৃত ৩ ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page