মারুতি ভ্যানের সাথে অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত দুই
অটোর সঙ্গে মারুতি ভ্যানের ধাক্কায় মৃত্যু হল দুই জনের। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ঘটনাটি ঘটেছে গাজোল থানার দেওতলা এলাকায়। আহতরা মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন।
দুর্ঘটনায় মৃতদের নাম বাবলু রাজবংশী (৫০) ও লক্ষী মুর্মু (৩৩)। বাড়ি গাজোল থানার দেওতলা গ্রামপঞ্চায়েতের খলকা গ্রামে। জানা গিয়েছে, বাবলুবাবু পেশায় অটোচালক। প্রত্যেক দিনের মতো গতকালও অটোতে যাত্রী নিয়ে দেওতলা থেকে গাজোলে ফিরছিলেন তিনি। ফেরার সময় একটি মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় অটোর। স্থানীয়রা দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে ভরতি করেন। চিকিৎসা চলাকালীন গাজোল হাসপাতালে মৃত্যু হয় লক্ষ্মী মুর্মুর। বাকিদের অবস্থার অবনতি হলে রাতেই তাঁদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বাবলু রাজবংশীর। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
[ আরও খবরঃ করোনার দ্বিতীয় হামলায় মালদায় মৃত ১৬ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários