সম্পত্তি হাতাতে পিসিকে খুন, ভাইপোর যাবজ্জীবন সাজা ঘোষণা
top of page

সম্পত্তি হাতাতে পিসিকে খুন, ভাইপোর যাবজ্জীবন সাজা ঘোষণা

সম্পত্তির দখল নিতে পিসিকে খুনের অভিযোগে ভাইপোকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত। মৃতদেহ লুকোতে সাহায্যের জন্য সাত বছরের কারদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে ভাইপোর সহকারীকেও। সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার করে আজ এই নির্দেশিকা জারি করেছেন মালদার পঞ্চম দায়রা আদালতের বিচারতি মনোদ্বীপ দাশগুপ্ত।


২০১৯ সালের ১৮ অগাস্ট ঘটনাটি ঘটে হবিবপুরের গোপালপুর এলাকায়। সেই রাতে স্থানীয় বাসিন্দা নীলমণি হেমব্রমকে (৬০) বাঁশ দিয়ে মেরে খুন করে তাঁর ভাইপো শিবা হেমব্রম। খুনের পর রাতেই বর্মা হেমব্রম নামে এক স্থানীয়ের সাহায্যে মৃতদেহ ওই এলাকার খাড়ির ধারে পুঁতে দেওয়া হয়। পরদিন এনিয়ে হবিবপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেন স্থানীয় এক মহিলা। অভিযোগের ভিত্তিতে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শিবা ও বর্মাকে গ্রেপ্তার করে।


প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

সরকারি আইনজীবী আইনজীবী হুমায়ুন মিয়াঁ জানিয়েছেন, এই ঘটনায় ১৬ জনের সাক্ষীর ভিত্তিতে পঞ্চম দায়রা আদালতের বিচারক মনোদ্বীপ দাশগুপ্ত শিবাকে খুনের অভিযোগে ও বর্মাকে প্রমাণ লোপাটে সাহায্যের অভিযোগে দোষী সাব্যস্ত করেন। খুনের মামলায় শিবার যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়েছে। প্রমাণ লোপাটের জন্য শিবা ও বর্মাকে সাত বছরের কারাদণ্ড এবং ১০ হাজার জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page