top of page

ভর দুপুরে অপহরণের চেষ্টা তৃণমূলের নেতাকে, শেষমেশ বানচাল

একেবারে ফিল্মি কায়দায় ভর দুপুরে প্রকাশ্যে অপহরণের চেষ্টা তৃণমূলের নেতাকে। স্থানীয়দের তৎপরতায় রক্ষা পেয়েছেন ওই তৃণমূল নেতা। এই ঘটনায় পুলিশ আপাতত চারজনকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ভালুকা রোড কোরিয়ালি এলাকায়।


Attempted abduction of TMC leader

জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের সহ সভাপতি জহুরুল ইসলামকে অপহরণের চেষ্টা করা হয়। তিনি কোরিয়ালি গ্রামীণ হাসপাতালের সামনে একটি ছোটো ওষুধের দোকান চালান। অভিযোগ, সোমবার দুপুর একটা নাগাদ তাঁর ওষুধের দোকান থেকে একদল দুষ্কৃতী তাঁকে অপহরণের চেষ্টা করে। একেবারে ফিল্মি কায়দায় অপহরণ। তিনটি গাড়ি থেকে ১২ থেকে ১৩ জন দুষ্কৃতী নেমে এসে অপহরণ করে শীতলবাবুকে। এইসময় দুষ্কৃতীরা ছয় রাউন্ড গুলি চালায়। এরপর তিনটি গাড়ির মাঝের গাড়িতে শীতলবাবুকে জোর করে বসিয়ে চম্পট দেয় অপহরণকারীরা। তৎক্ষণাৎ মোবাইল ফোন মারফত অপহরণের ঘটনা চাউর হয় পুরো এলাকায়। ভালুকা বাজার স্ট্যান্ড এলাকায় অপহরণকারীদের গাড়ি আটকানোর চেষ্টা করে স্থানীয় মানুষজন। সেই সময় অপহরণকারীদের প্রথম গাড়ি থেকে স্থানীয় মানুষজনদের লক্ষ্য করে আবারও বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। কিন্তু স্থানীয় মানুষজন মাঝের গাড়িটি আটকে দেয়। সেই গাড়ি থেকে শীতলবাবুকে উদ্ধার করে চারজনকে আটক করে স্থানীয় মানুষজন। সুযোগ বুঝে বাকি দুষ্কৃতীরা চম্পট দেয়। ঘটনাটি জানতে পেরে জহুরুল সাহেবকে ও চার দুষ্কৃতীকে থানায় নিয়ে যায় পুলিশ। কি কারণে এই অপহরণের চেষ্টা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page