top of page

আমের পেটিতে লুকিয়ে মদ পাচারের চেষ্টা, ধৃত এক

আমের পেটিতে লুকিয়ে বিহারে মদ পাচারের চেষ্টা রুখল মালদা টাউন জিআরপি থানার পুলিশ। ১৯ হাজার টাকার মদ সহ গ্রেপ্তার করা হয়েছে বিহারের এক কারবারীকেও। ধৃতকে সোমবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


ধৃত কারবারীর নাম মণীশ কুমার (২১)। বাড়ি বিহারের পাটনা জেলায়। জিআরপি থানার আইসি প্রশান্ত রাই জানান, “আমাদের কাছে খবর ছিল ফরাক্কা এক্সপ্রেসে আমের পেটিতে লুকিয়ে বিহারে মদ পাচার করা হবে। সেই খবরের ভিত্তিতে রবিবার রাতে মালদা টাউন স্টেশন থেকে ৬টি আমের পেটি সহ এক যুবককে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তিনটি পেটি থেকে উদ্ধার হয় ১৯ হাজার টাকার বিলিতি মদ ও বিয়ার। বিহারের ওই যুবককে গ্রেপ্তার করে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।”

ree

উল্লেখ্য, বিহার নিষিদ্ধ রয়েছে মদ। সেখানকার সুরাপ্রেমীদের যোগান দিতে গজিয়ে উঠেছে বাংলা-বিহার মদ পাচার চক্র। পশ্চিমবঙ্গ থেকে মদ কিনে বিহারে মোটা টাকায় সেই মদ বিক্রির কারবার চলছে। এর আগেও একাধিকবার বিহারে মদ পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়েছে একাধিক পাচারকারী।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page