গর্ভবতী স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
পণের দাবি দিনের পর দিন বাড়তেই থাকে স্বামীর। অবশেষে প্রতিবাদ করায় গর্ভবতী স্ত্রীকে মারধরের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। গতকাল রাতে ঘুমন্ত স্ত্রীকে খুনের চেষ্টাও করা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা গ্রামপঞ্চায়েত এলাকায়।
তুলসিহাটা গ্রামপঞ্চায়েতের বৈজনাথপুর গ্রামের বাসিন্দা লালবানু বিবি। তাঁর অভিযোগ, স্বামী বারবার তাঁকে বাবার বাড়ি থেকে টাকা আনতে বলত। দুই মাস ধরে টাকা আনতে অস্বীকার করায় তাঁর ওপর অত্যাচার বাড়তে থাকে। দুই ছেলেমেয়ের সামনে তাঁকে মারধর করত স্বামী। টাকা না দেওয়ায় তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তিনি এখন আটমাসের গর্ভবতী। এরই মধ্যে গতকাল রাতে বাবার সঙ্গে উঠোনে ঘুমিয়েছিলেন তিনি। সেই সময় স্বামী তাঁকে খুনের চেষ্টা করে। তাঁর দাদা দেখে ফেলায় পালিয়ে যায় তাঁর স্বামী। আজ স্বামী সহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários