মোটরবাইকে নাবালিকাকে অপহরণের চেষ্টা, ২৫ মিনিটেই সফল পুলিশ
- আমাদের মালদা ডিজিট্যাল

- Oct 8
- 1 min read
দিনদুপুরে মোটরবাইকে করে নাবালিকাকে অপহরণের চেষ্টা। মাত্র ২৫ মিনিটের মধ্যেই অপহৃত নাবালিকাকে উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। আরও এক অপহরণকারীর খোঁজ চালাচ্ছে পুলিশ। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়।
বুধবার দুপুরে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের একটি গ্রামে দাদুর বাড়ির সামনে খেলছিল তিন বছরের এক শিশুকন্যা। হঠাৎ একটি মোটরবাইকে দুজন অপহরণকারী এসে ওই নাবালিকাকে মোটরবাইকে তুলে দ্রুত গতিতে সেখান থেকে চলে যায়। বিষয়টি নজরে আসতেই গ্রামবাসীরা খবর দেন পুলিশে। খবর পেয়েই হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সমস্ত নাকা চেকপোস্ট সিল করে দেয়। খবর দেওয়া হয় বিহার পুলিশেও। সেখানেও প্রতিটি নাকা চেক পয়েন্টে নজরদারি চলতে থাকে। স্থানীয়দের বয়ান অনুযায়ী নিজেদের গাড়ি নিয়ে ওই মোটরবাইকের যাওয়া পথে পিছু নেয় পুলিশও। একটি গ্রামীণ রাস্তা নিয়ে পালানোর চেষ্টার সময় পিছল রাস্তায় গাড়ির চাকা পিছলে মোটরবাইকটি পড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করে এক অপহরণকারীকে গ্রেপ্তার করে। তবে এই সময়ের মধ্যে আরেক অপহরণকারী পালাতে সক্ষম হয়।

এই ঘটনায় নাবালিকা ও ধৃত দুষ্কৃতী সামান্য চোট পায়৷ দু’জনকেই দ্রুত হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসার পর নাবালিকাকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়৷
জেলা পুলিশের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ধৃত অপহরণকারীর নাম ছোটন নাগ। বাড়ি হরিশ্চন্দ্রপুর বাজার এলাকায়। তার বিরুদ্ধে একাধিক অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আরেক অপহরণকারী সিতন ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয়েছে। তার খোঁজে পুলিশি তল্লাশি জারি রয়েছে। অপরাধে ব্যবহৃত মোটরবাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments