top of page

আত্মরক্ষায় ছুরি দিয়ে গোপনাঙ্গে আঘাত

রাতের অন্ধকারে বিধবাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। আত্মরক্ষায় বিছানার পাশে থাকা ধারানো ছুরি নিয়ে যুবকের গোপনাঙ্গে আঘাত করেন ওই মহিলা। রক্তাক্ত অবস্থায় কোনোমতে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। পুরো ঘটনা জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের প্রত্যন্ত গ্রামে।


ওই বিধবা জানান, স্বামী কয়েক বছর আগে মারা গিয়েছেন৷ হাতপাখা আর কাঁথা তৈরি করে কোনওরকমে তিন ছেলেমেয়েকে নিয়ে সংসার চালাই৷ এলাকায় তেমন চুরি, ছিনতাইয়ের ঘটনা না ঘটায় গরমের জন্য দরজা খুলেই ঘুমোই। গত শনিবারও তেমনই করেছিলাম। রাত আটটা নাগাদ এলাকারই এক যুবক ঘরে ঢুকে আমার মুখ চেপে ধরে। আমার পোশাক খুলে ধর্ষণের চেষ্টা করে। আমি ছাড়ানোর চেষ্টা করেও পারিনি। অবশেষে আত্মরক্ষার জন্য পাশে থাকা কাঁথার কাপড় কাটার ধারালো ছুরি দিয়ে ওই যুবকের গোপনাঙ্গে আঘাত করি। আঘাত পেয়ে সে মুখ ছাড়তে বাধ্য হয়। এরপরেই আমি চিৎকার শুরু করি। পরিস্থিতি বেগতিক দেখে ও রক্তাক্ত অবস্থায় বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সমস্ত ঘটনা জানিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছি। তবে ওই যুবক ঘটনার পর থেকে এলাকা ছেড়ে পালিয়েছে।


প্রতীকী ছবি।

হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক। অভিযু্ক্তের খোঁজে পুলিশি তল্লাশি জারি রয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page