লরি থামিয়ে ২২ হাজার টাকা ছিনতাই, গ্রেফতার শাসকদলের ৩
রাতের অন্ধকারে মাখনা বোঝাই একটি লরিতে হামলা। চালককে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে ছিনতাই ২২ হাজার টাকা। অভিযোগের ভিত্তিতে রাতেই গ্রেফতার করা হয় তিন ব্যক্তিকে। ধৃতরা সকলেই শাসকদলের শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত। তার মধ্যে একজন আইএনটিটিউসির অঞ্চল সভাপতি। যদিও ধৃত অঞ্চল সভাপতির দাবি, দলের মধ্যে থেকেই কেউ তাঁকে ফাঁসিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়।
জানা গিয়েছে, গতকাল রাতে মাখনা বোঝাই একটি লরি লখনউয়ের উদ্দেশ্যে রওনা দেয়। রাত ১০:৩০ নাগাদ হরিশ্চন্দ্রপুর কিরণবালা বালিকা বিদ্যালয়ের সামনে বাইকে করে তিনজন এসে লরিটিকে আটকায়। লরি চালক মধু সিংকে মারধর করে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে চালকের কাছে থাকা নগদ ২২ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় রাতেই ওই লরি চালক হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে রাতেই তিনজনকে গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃতদের নাম সুন্দর দাস (৩৮), শেখ রাসুল (৩২) ও রণবীর দাস ওরফে বান্টি (৩২)। রণবীর দাস হরিশ্চন্দ্রপুর অঞ্চল আইএনটিটিইউসির সভাপতির দায়িত্ব রয়েছেন। বাকি দুইজনও সক্রিয়ভাবে শাসকদলের সঙ্গে যুক্ত। শনিবার ধৃতদের ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
আক্রান্ত লরি চালক মধু সিং বলেন, আমি মাখনা নিয়ে যাচ্ছিলাম। তিনজন এসে গাড়ি আটকায়। আমাকে মারধর করে আমার কাছে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। আমি তিনজনকেই চিনতে পেরেছি।
যদিও ধৃত রণবীর দাসের দাবি,
দলের মধ্যে থেকেই কেউ তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে। ঘটনাপ্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের আইএনটিটিউসির সভাপতি সাহেব দাস বলেন, যারা গ্রেফতার হয়েছেন তাঁরা প্রত্যেকেই ভালো ছেলে বলেই জানি। পুলিশ পুরো ঘটনা তদন্ত করে দেখুক। এর আগে এদের নামে এই ধরনের কোনও অভিযোগ আসেনি। যদি এই অভিযোগ সত্যি বলে প্রমাণিত হয়, তবে দল উপযুক্ত ব্যবস্থা নেবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments