সুজাপুরে এটিএম ভেঙে লুঠ আট লক্ষ টাকা
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙে আট লক্ষ টাকা লুঠ করল দুষ্কৃতীরা৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচকের সুজাপুর এলাকায়৷ আজ ঘটনাস্থলে তদন্ত করে দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন পুলিশসুপার৷
পুলিশসুপার অলোক রাজোরিয়া বলেন, প্রায় আট লক্ষ টাকা লুঠ করে পালিয়েছে দুষ্কৃতীরা৷ তবে ব্যাংক কর্তৃপক্ষ এখনও সঠিক অর্থের পরিমাণ জানায়নি৷ দুষ্কৃতীরা এটিএম ভাঙার জন্য গ্যাস কাটার ব্যবহার করেছে৷ এটিএম লুঠের মতো ঘটনা এড়াতে ব্যাংক কর্তৃপক্ষকে আরও সতর্ক হতে হবে৷ শুধুমাত্র পুলিশের পক্ষে সমস্ত এটিএম কাউন্টারে নজরদারি চালানো সম্ভব নয়৷ ব্যাংক কর্তৃপক্ষদের সঙ্গে এনিয়ে আগেও আলোচনা হয়েছে৷ জেলাপুলিশের পক্ষ থেকে ফের আলোচনা করে ব্যাংক কর্তৃপক্ষকে সতর্ক হতে বলা হবে৷
মালদা জেলার টাটকা নিউজ এখন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। বিনামূল্যে পড়তে এখানে ক্লিক করুন
Comments