top of page

এটিএম কাউন্টার থেকে কার্ড হাতিয়ে টাকা তুলে নিল গার্ড

গতবছর কলকাতা পুলিশ এটিএম ব্যবহারের কয়েকটি নিয়ম জানিয়েছিল। তার মধ্যে ছিল, এটিএম কাউন্টারে ব্যাঙ্কের নিযুক্ত গার্ড ছাড়া অন্য কারোর সাহায্য না নেওয়ার সাবধান বাণী। এবার এটিএম জালিয়াতির দায়ে গ্রেফতার করা হল এক এটিএম গার্ডকেই৷ ঘটনাটি ঘটেছে মালদা শহরের কৃষ্ণজীবন সান্যাল রোডের একটি এটিএম কাউন্টারে৷ ধৃত গার্ডের নাম শ্যামল সরকার৷ বাড়ি কালিয়াচক থানার চর বাবুপুর এলাকার দীনুটোলা গ্রামে৷ ধৃতকে আজ জেলা আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ৷


পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ ডিসেম্বর মালদায় কর্মরত রাজ্য পুলিশের এক বয়স্ক হোমগার্ড কৃষ্ণজীবন সান্যাল রোডে স্থিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি এটিএম কাউন্টারে টাকা তুলতে যান৷ কিন্তু এটিএম কার্ড ব্যবহারের নিয়ম জানা না থাকায় তিনি ওই কাউন্টারের গার্ড শ্যামল সরকারের কাছে সাহায্য চান৷ সাহায্যের নামে শ্যামল সরকার চালাকি করে সেই এটিএম কার্ডটি পালটে নেয়৷ ওই হোমগার্ডকে সে অবশ্য টাকা তুলে দিয়েছিল৷ টাকা পেয়ে কার্ড না দেখেই ওই হোমগার্ড বাড়ি চলে যান৷ পরবর্তীতে তিনি জানতে পারেন, তাঁর অ্যাকাউন্ট থেকে ১৪ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে৷ এরপরেই তিনি ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন৷ তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ৷ পুলিশ জানতে পারে, খেজুরিয়াঘাট এলাকার একটি এটিএম কাউন্টার থেকে সেই টাকা তুলে নেওয়া হয়েছে৷ এরপরেই পুলিশ ওই এটিএম গার্ডকে গ্রেফতার করে৷ তার হেপাজত থেকে উদ্ধার হয় হোমগার্ডের এটিএম কার্ডটি৷ পুলিশি জেরায় সে সব ঘটনা স্বীকার করে নেয়৷ তাকে গ্রেফতার করে পুলিশ৷

পুলিশ জানিয়েছে, আজ ধৃতকে জেলা আদালতে পেশ করা হবে৷

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page