পরিবারের চার সদস্যকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত আসিফ, কাল সাজা ঘোষণা
top of page

পরিবারের চার সদস্যকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত আসিফ, কাল সাজা ঘোষণা

একই সঙ্গে মা, বাবা, বোন, ঠাকুরমাকে খুনের ঘটনায় রাজ্য জুড়ে হইচই পড়েছিল৷ চারটি মৃতদেহ বাড়ির নীচে পুঁতে রেখে চার মাস ধরে ওই বাড়িতে বসবাস করছিল অভিযুক্ত ছেলে৷ সেই ঘটনার চার বছর পর অভিযুক্ত ছেলেকে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত৷ আগামীকাল শনিবার দু’পক্ষের বয়ান শুনে দোষীর সাজা ঘোষণা করবেন বিচারক৷


এই ঘটনা সামনে আসে ২০২১ সালের ১৯ জুন৷ তার আগের দিন রাতে অভিযুক্ত ছেলে আসিফ মহম্মদের দাদা আরিফ মহম্মদ কালিয়াচক থানায় সমস্ত ঘটনা জানায়৷ ১৯ জুন আসিফকে সঙ্গে নিয়ে মাটি খুঁড়ে তার বাবা জাওয়াদ আলি, মা ইরা বিবি, বোন আরিফা খাতুন, ঠাকুরমা আলেকজান বিবির দেহ উদ্ধার করে পুলিশ৷


দুই ভাইকে জেরায় উঠে আসতে থাকে নানা তথ্য৷ জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, পরিবারের সদস্যদের ঘুমের ওষুধ খাইয়ে জলে ডুবিয়ে খুন করে আসিফ৷ দেহগুলি গুদামে নিয়ে গিয়ে মাটির তলায় চাপা দিয়ে দেয় সে৷ কোনোমতে প্রাণে বেঁচে যান আসিফের দাদা আরিফ৷ এরপর চারমাস ধরে ওই বাড়িতেই বসবাস করছিল আসিফ৷ বাড়ির ওপর নজরদারি চালাতে সারা বাড়ি মুড়ে ফেলেছিল সিসি ক্যামেরায়৷


প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷

সেই ঘটনার প্রায় চার বছর পর এদিন আসিফ মহম্মদকে দোষী সাব্যস্ত করে মালদা জেলা আদালত৷ সরকারি পক্ষের আইনজীবী বিভাস চ্যাটার্জি বলেন, কালিয়াচকের ওই ঘটনায় আজ আসিফ মহম্মদকে দোষী সাব্যস্ত করেছে মালদা জেলা আদালত৷ আগামীকাল বিচারক শুভায়ু বন্দ্যোপাধ্যায় দোষীর সাজা ঘোষণা করবেন৷ খুনের কারণ হিসেবে টাকা-পয়সা, জমি, সম্পত্তির কথা উঠেছে।


জেলা আইনি পরিসেবা কর্তৃপক্ষের আইনজীবী মহম্মদ নাসির আলি বলেন, ২০১, ৩০৭ এবং ৩০২ আইপিসি ধারায় আসিফকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামীকাল আসিফের উপস্থিতিতে সাজা ঘোষণা করা হবে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page