পরিবারের চার সদস্যকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত আসিফ, কাল সাজা ঘোষণা
- আমাদের মালদা ডিজিট্যাল
- 4 minutes ago
- 1 min read
একই সঙ্গে মা, বাবা, বোন, ঠাকুরমাকে খুনের ঘটনায় রাজ্য জুড়ে হইচই পড়েছিল৷ চারটি মৃতদেহ বাড়ির নীচে পুঁতে রেখে চার মাস ধরে ওই বাড়িতে বসবাস করছিল অভিযুক্ত ছেলে৷ সেই ঘটনার চার বছর পর অভিযুক্ত ছেলেকে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত৷ আগামীকাল শনিবার দু’পক্ষের বয়ান শুনে দোষীর সাজা ঘোষণা করবেন বিচারক৷
এই ঘটনা সামনে আসে ২০২১ সালের ১৯ জুন৷ তার আগের দিন রাতে অভিযুক্ত ছেলে আসিফ মহম্মদের দাদা আরিফ মহম্মদ কালিয়াচক থানায় সমস্ত ঘটনা জানায়৷ ১৯ জুন আসিফকে সঙ্গে নিয়ে মাটি খুঁড়ে তার বাবা জাওয়াদ আলি, মা ইরা বিবি, বোন আরিফা খাতুন, ঠাকুরমা আলেকজান বিবির দেহ উদ্ধার করে পুলিশ৷
দুই ভাইকে জেরায় উঠে আসতে থাকে নানা তথ্য৷ জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, পরিবারের সদস্যদের ঘুমের ওষুধ খাইয়ে জলে ডুবিয়ে খুন করে আসিফ৷ দেহগুলি গুদামে নিয়ে গিয়ে মাটির তলায় চাপা দিয়ে দেয় সে৷ কোনোমতে প্রাণে বেঁচে যান আসিফের দাদা আরিফ৷ এরপর চারমাস ধরে ওই বাড়িতেই বসবাস করছিল আসিফ৷ বাড়ির ওপর নজরদারি চালাতে সারা বাড়ি মুড়ে ফেলেছিল সিসি ক্যামেরায়৷

সেই ঘটনার প্রায় চার বছর পর এদিন আসিফ মহম্মদকে দোষী সাব্যস্ত করে মালদা জেলা আদালত৷ সরকারি পক্ষের আইনজীবী বিভাস চ্যাটার্জি বলেন, কালিয়াচকের ওই ঘটনায় আজ আসিফ মহম্মদকে দোষী সাব্যস্ত করেছে মালদা জেলা আদালত৷ আগামীকাল বিচারক শুভায়ু বন্দ্যোপাধ্যায় দোষীর সাজা ঘোষণা করবেন৷ খুনের কারণ হিসেবে টাকা-পয়সা, জমি, সম্পত্তির কথা উঠেছে।
জেলা আইনি পরিসেবা কর্তৃপক্ষের আইনজীবী মহম্মদ নাসির আলি বলেন, ২০১, ৩০৭ এবং ৩০২ আইপিসি ধারায় আসিফকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামীকাল আসিফের উপস্থিতিতে সাজা ঘোষণা করা হবে৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন