Search
বকেয়া বেতনের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল আশাকর্মীরা
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jul 29, 2022
- 1 min read
Updated: Aug 4, 2022
তেরো দফা দাবিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন দেওয়ার পথে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আশাকর্মীদের। ঘটনাকে কেন্দ্র করে মালদা শহরের রথবাড়ি মোড়ে কিছু সময়ের জন্য যানজট তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছে আশাকর্মীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয় পুলিশ।
আশাকর্মীদের দাবি, গত আট মাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না। অবিলম্বে তাঁদের বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে। পাশাপাশি তাঁদের বেতন বৃদ্ধি, সরকারি স্বাস্থ্যকর্মী হিসেবে মর্যাদা সহ তেরো দফা দাবি রয়েছে। সেই দাবি আজ তাঁরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানাবেন। তাঁদের দাবি পূরণ না হলে আগামীকে বৃহত্তর আন্দোলনে নামবেন আশাকর্মীরা।
[ আরও খবরঃ ইংরেজবাজার চালু হল ৩টি সুস্বাস্থ্য কেন্দ্র ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments