Search
রান্না ও খেলাধুলোতেও পারদর্শী চাঁচলের আরজু
- আমাদের মালদা ডিজিট্যাল
- May 27, 2019
- 1 min read
Updated: Aug 17, 2020
চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশনের ছাত্রী আরজু সুলতানা উচ্চমাধ্যমিকে ৪৮৬ নম্বর পেয়ে রাজ্যে দশম স্থান অধিকার করল৷ টেস্টে ভালো ফল করলেও ফাইনালে এত ভালো ফল হবে তা ভাবতে পারেনি আরজু-ও।

চাঁচলের খেলেনপুর গ্রামে বাড়ি আরজুর। বাবা বিএসএফ জওয়ান হওয়ায় বেশিরভাগ সময়ই ভিন রাজ্যে থাকেন। ছোটো থেকেই ভীষণ মেধাবী আরজু। তবে পড়াশোনার পাশাপাশি রান্না ও খেলাধুলোতেও পারদর্শী সে। আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতেই গ্রামের মানুষেরা ভিড় জমায় তার বাড়িতে। তার এই সাফল্যে ভিন রাজ্য থেকে শুভেচ্ছা জানিয়েছেন তার বাবাও।
আরজু জানায়, টেস্টে ভালো ফল হয়েছিল। ফাইনাল পরীক্ষাও ভালো হয়েছিল। তবে এত ভালো ফল হবে তা ভাবতে পারিনি। বাংলায় ৯৭, ইংরেজিতে ৯৭, রসায়নে ৯৮, অংকে ৯৮ ও জীববিদ্যায় ৯৬ নম্বর পেয়েছি। ভবিষ্যতে ডাক্তার হতে চাই। এখন থেকেই তার প্রস্তুতিও চলছে। জয়েন্ট এন্ট্রান্স দিয়েছি। পড়াশোনার ফাঁকে গান শুনতে, খেলাধুলো করতে, রান্না করতে ভালো লাগে।
Comments