আগ্নেয়াস্ত্র-কার্তুজ সহ গ্রেফতার পুলিশি নজরে থাকা ব্যক্তি
আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল মানিকচক থানার পুলিশ। সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
ধৃত ব্যক্তির নাম আনোয়ার হোসেন। বাড়ি মানিকচকের কালিন্দ্রী রাজনগর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন তার দলবল নিয়ে কয়েকদিন আগে মানিকচকের চণ্ডীপুর এলাকায় ছিনতাই করার চেষ্টা চালায়। এরপর থেকে পুলিশি নজরদারি চলছিল। গোপনসূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে মানিকচকের রাজনগর এলাকা থেকে গ্রেফতার করা হয় আনোয়ার হোসেনকে। ধৃতের হেপাজত থেকে উদ্ধার হয় একটি পিস্তল ও চার রাউন্ড কার্তুজ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অপরাধমূলক মামলা রয়েছে। সোমবার ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করে মানিকচক থানার পুলিশ।
[ আরও খবরঃ বাড়ি ঘেরাও জনতার, উদ্ধার লক্ষাধিক টাকার মাদক ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Kommentare